জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে দুই গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
১৮ এপ্রিল শুক্রবার বিকেলে আসামিদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা’র দিক-নির্দেশনায় থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের মো. আবু সুফিয়ানের পুত্র পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জাকির হোসেন ও মো. সায়েক আহমদকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, জাকির হোসেন ও সায়েক আহমদকে শুক্রবার বিকেলে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available