• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৯:৫২ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৯:৫২ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ ধসে শ্রমিক নিহত

১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৩৪:৫৭

শ্রীপুরে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ ধসে শ্রমিক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন বহুতল ভবনের ফলস ছাদ ধসে রইছ উদ্দিন (৩০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

১৯ এপ্রিল শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রইছ উদ্দিন বরমী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

এ ঘটনায় বিচারের দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে ভবন মালিকের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন উত্তেজিত জনতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরমী পশ্চিমপাড়া এলাকায় ফাইজু উদ্দিনের মালিকানাধীন বহুতল ভবনের নির্মাণকাজ চলছিল। দেয়ালের ভেতরে রড ছাড়া ঢালাই করা হয়। মাত্র ১০-১২ দিন আগে ফলস ছাদ ঢালাই দেয়া হয়। শনিবার সকালে কাঠের সেন্টারিং খোলার সময় ফলস ছাদ ধসে পড়লে ঘটনাস্থলেই শ্রমিক রইছ উদ্দিন নিহত হন।

নির্মাণশ্রমিক মোবারক হোসেন বলেন, গেটের সামনের ফলস ছাদ রড ছাড়া নির্মাণ করা হয়েছে। এভাবে ঝুঁকিপূর্ণ কাজ করিয়ে শ্রমিকের জীবন নষ্ট করা হয়েছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

স্থানীয় বাসিন্দা আসাদ প্রধান বলেন, বহুতল ভবনে কাজ চলছিল। নতুন বাড়ির কাজ করার সময় গেটের সামনের ফলস ছাদের কাজ করানো হয়। শনিবার সকালে কাজ করার সময় গেটের বিম ভেঙে নিচে পড়ে নির্মাণ শ্রমিক মারা যায়।

কন্ট্রাক্টর ফজলুর রহমান বলেন, আমি ও ইঞ্জিনিয়ারের দেয়া প্লানে বাড়ির মালিক কাজ করেননি। আমরা নিষেধ করার পরও নতুন বাড়ির গেট নির্মাণের সময় পিলার দেওয়ার কথা জানানো হলেও তিনি তা মানেননি। এজন্যই এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বাড়ির মালিক ফাইজু উদ্দিন বলেন, আমি জরুরি কাজে সকালে ঢাকায় চলে গেছি। বাড়ির বিম ভেঙে শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। এখানে আমার কোনো দোষ নেই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টঙ্গীর ২ শিশুকে হত্যা করেছেন তাদের মা: পুলিশ
১৯ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯:১১