• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৯:৫৩ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৯:৫৩ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহৃত চালক উদ্ধার

১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:০১:৫৫

মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহৃত চালক উদ্ধার

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের মাতারবাড়ি থেকে মধ্যরাতে অপহৃত ইজিবাইকসহ ওমর ফারুক নামে এক চালককে উদ্ধার করেছে নৌবাহিনী।

১৮ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতারবাড়ি নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকা হতে ইজিবাইকসহ অপহৃত চালক ওমর ফারুককে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

এর আগে রাত আনুমানিক ৯ ঘটিকায় মহেশখালীর কালারমারছড়া বাজার হতে ভিকটিম ওমর ফারুকের ইজিবাইকে ২জন অজ্ঞাত ব্যক্তি মাতারবাড়ি যাওয়ার কথা বলে তার গাড়িতে উঠেন। ইজিবাইকটি মাতারবাড়ির দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাত আরও ১০-১২ জন ইজিবাইকের পথরোধ করে এবং ইজিবাইকসহ চালককে অপহরণ করে। পরে অপহরণকারীরা তার পরিবারের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

রাত সাড়ে ১২টার দিকে অপহরণের বিষয়টি জানতে পেরে নৌবাহিনীর একটি সেকশন তৎক্ষণাৎ মাতারবাড়িতে উদ্ধার অভিযান পরিচালনা করে। সেই সাথে অতিরিক্ত আরও একটি সেকশন মাতারবাড়ির নতুন বাজার, নতুন ব্রিজ, পাওয়ার প্ল্যান্ট, লবণ ক্ষেত এবং তদসংলগ্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে। নৌবাহিনীর সাঁড়াশি অভিযানের সংবাদে ভীত হয়ে এবং তাদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী দল ওমর ফারুককে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

এ সময় নৌবাহিনীর অভিযানিক দল দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকা হতে ইজিবাইকসহ চালক ওমর ফারুককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। অভিযানে বাংলাদেশ পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।

আইএসপিআর জানায়, নৌবাহিনীর অভিযানের পূর্বেই ভিকটিমের পরিবার অপহরণকারীদের মুক্তিপণ বাবদ ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে দুষ্কৃতিকারীদের সনাক্তকরণ কার্যক্রম চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টঙ্গীর ২ শিশুকে হত্যা করেছেন তাদের মা: পুলিশ
১৯ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯:১১