• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৪৩:১৪ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৪৩:১৪ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে বিদেশি পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

১৯ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:০১:৪৯

গাজীপুরে বিদেশি পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর: পলাতক আসামি ধরতে গিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১টি বিদেশি পিস্তল ও ১৮ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে শুক্রবার তাদের আদালতের কারাগারে পাঠানো হয়েছে।

১৯ এপ্রিল শনিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ আনোয়ার আকন্দ।

গ্রেফতাররা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর থানার সিলমারি গ্রামের তরিকুল ইসলাম ওরফে তরী (৩৮), মো. রওশন ইসলাম (৪০) ও একই উপজেলার খারিজাথাক গ্রামের মো. ইনাম আলী (৩৫)।

উপ-পরিদর্শক বলেন, একাধিক মামলার পলাতক আসামি তরীকে গ্রেফতার করতে বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানার নয়াপাড়ায় অভিযান চালানো হয়। সন্ত্রাসী তরী কাজল মার্কেটে আধাপাঁকা বসতঘরের দক্ষিণ পাশে লুকিয়ে ছিল। সেখান হতে তরী ও তার ভাই রওশন ও ইনাম আলীকে গ্রেফতার করা হয়। পরে আশপাশের লোকজনের সামনে তাদের তল্লাশি করা হলে তাদের কাজ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১৮ রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আসামি মো. তরিকুল ইসলাম ওরফে তরীর বিরুদ্ধে গাজীপুর সদর থানা, সিরাজগঞ্জ, ফরিদগঞ্জ, চাঁদপুর, গেন্ডারিয়া, মুন্সিগঞ্জ ও চট্টগ্রাম থানায় মামলা রয়েছে। তারা প্রত্যেকেই একাধিক মামলার আসামি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, আসামিদের বিরুদ্ধে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মাসুদ আনোয়ার আকন্দ বাদী হয়ে জয়দেবপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
১৯ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:২১



টঙ্গীর ২ শিশুকে হত্যা করেছেন তাদের মা: পুলিশ
১৯ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯:১১