• ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:১৬:২০ (20-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:১৬:২০ (20-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ৪, গ্রেফতার ১

২০ এপ্রিল ২০২৫ সকাল ০৮:২৯:১২

রাঙ্গুনিয়ায় দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ৪, গ্রেফতার ১

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছে।

১৮ এপ্রিল শুক্রবার বিকেলের দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের নজরেরটিলা তাজ মুল্লুকের বাড়ির সামনে এই ঘটনা ঘটে৷ পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে গ্রেফতার করে৷

গ্রেফতারকে ১৯ এপ্রিল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷

সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয় মরিয়নগর ফুলগাজীপাড়া এলাকার মো. ইউসুফের ছেলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান হোসেন (৩২), তার ভাতিজা সিফাত (২০), নজরেরটিলা এলাকার খোকনের ছেলে মো. মিজান (৩০) এবং এমরানের ভাই ইকবাল হোসেন (৪৫)। তারা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় রাতে ভুক্তভোগী একই ইউনিয়নের ফুলগাজীপাড়া এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে হেলাল হোসেন বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত আসামি মোহাম্মদ আলীকে (৪২) গ্রেফতার করা হয়েছে। তিনি মরিয়মনগর আদর্শ শেখ পাড়া ৫নম্বর ওয়ার্ড এলাকার মৃত আবু তালেবের ছেলে।

মামলায় গ্রেফতার আলী ছাড়াও অন্য আসামিরা হলেন- সৈয়দ আমান মাস্টারের ছেলে মো. আবদূর রহমান (৩৬), আবদুল করিমের ছেলে মো. ফারুক (২৪), হাফেজ সওদাগরের ছেলে ফাহিম (২৪), রাকিব (২৯)। তাদের সবার বাড়ি পাঁচবাড়ি আদর্শ শেখপাড়া এলাকায়।

মামলার এজাহার ও  বাদীর সাথে কথা বলে জানা গেছে, ভুক্তভোগী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান হোসেনের মরিয়মনগর নজরেরটিলা এলাকায় একটি ছাগলের খামার রয়েছে। শুক্রবার খামারের একটি ছাগল আলীর আত্মীয় কামালের ক্ষেতে গেলে এই নিয়ে আলী ও ইমরানের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

একইদিন বিকালে এর জের ধরে মোহাম্মদ আলী সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র হাতে ইঞ্জিনিয়ার ইমরানের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে তার ভাতিজা সিফাত, মিজান ও ইকবাল এগিয়ে এলে তাদের সবাইকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে৷ খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভুক্তভোগী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান হোসেন বলেন, তারা দফায় দফায় হামলা চালিয়ে আমাকে, আমার পরিবারের সদস্যদের এমনকি যারা বাঁচাতে এসেছে তাদেরও দেশীয় অস্ত্র হাতে হামলা চালিয়ে আহত করেছে। গ্রেফতার আলীর ডাকে সাড়া দিয়ে আব্দুর রহমানের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসীরা আমাদের খুনের উদ্দেশ্যে এই হামলা চালায়। পুলিশ ও সেনাবাহিনী না এলে সম্ভবত কয়েকজন তাদের হাতে খুনও হতো।

এই বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সুজন হালদার বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। মামলার মূল অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে৷ বাকীদেরও গ্রেফতারে চেষ্টা চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










কত দিন পর পর ছেলেদের চুল কাটানো উচিত?
২০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৯:২২