লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পাটগ্রাম দহগ্রাম সীমান্তে শূন্য রেখায় ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় বিজিবির বাধায় কাজ বন্ধ করলো ভারতীয় বিএসএফ।
১৯ এপ্রিল শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্য রেখায় পিলার ডিএএমপি ৭ থেকে আনুমানিক ৭০ গজ ভারতের অভ্যন্তরে এঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ৭ হতে ৭০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের তারুন ক্যাম্পের কিছু সংখ্যক সদস্য ভারতীয় নাগরিকদের সহায়তায় ভেকু মেশিন দিয়ে জমি থেকে মাটি কেটে নিচ্ছিল। খবর পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে প্রতিবাদ জানায়। বিজিবির বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ করে ভেকু মেশিন এবং ট্রলি নিয়ে ফেরত চলে যায় এবং একই সাথে এ ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটানোর ব্যাপারে বিজিবি টহল দলকে আশ্বস্থ করে।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, দহগ্রাম বিওপি সীমান্তের ৭০ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে মাটি খননের কাজ বিজিবির বাধায় বন্ধ রেখেছে বিএসএফ। সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available