সিলেট প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, যারা অগণতান্ত্রিক তাদের নির্বাচনে আগ্রহ থাকে না। আওয়ামী লীগ বরাবরই একটা নির্বাচনমুখী গণতান্ত্রিক দল। আমরা জানি ক্ষমতার পট পরিবর্তনের উত্তম উপায় হচ্ছে নির্বাচন। এ জন্য দলের নেতাকর্মীরা নির্বাচন নিয়ে আগ্রহী।
২১ মে রোববার সন্ধ্যায় সিলেট সিটিতে বসবাসরত কুলাউড়াবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দা জেবুন্নেছা হক বলেন, এবার সিলেট সিটি নির্বাচনে দলের প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধ, যেখানেই যাচ্ছি নৌকার গণজোয়ার দেখতে পাচ্ছি। সেই গণজোয়ারে ভয়ে পেয়ে ইতোমধ্যে অনেকেই নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সিলেট সিটিকে একটি স্মার্ট বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে সবার সহযোগিতা প্রয়োজন। আগামী ২১ জুন নৌকা প্রতিকে ভোট দিয়ে একটি স্মার্ট সিটি গড়তে সিলেটের উন্নয়নের স্বার্থে সবাই সহযোগিতা করতে হবে।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটে এ পর্যন্ত যতো উন্নয়ন হয়েছে, তার কোন সঠিক পরিকল্পনা নিয়ে হয়নি। এজন্য আমরা প্রত্যেকেই ভোগান্তির শিকার হচ্ছি। সামান্য বৃষ্টি হলেই পুরো সিলেটে জলাবদ্ধতায় নিমজ্জিত হয়। তা একমাত্র অপরিকল্পিত উন্নয়নের ফল।
সিলেট বারের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা মতিউর রহমান খানের পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমেদ শিপলু, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহ-সভাপতি ডাক্তার রোকন উদ্দিন, কামাল হাসান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, ভাটেরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহমিদা চৌধুরী মনি প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available