নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: চুরি যাওয়া সেচ যন্ত্র উদ্ধারের দাবিতে নাটোরের নলডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা।
২০ এপ্রিল রোববার সকাল ১০টার দিকে উপজেলার হালতিবিলে মাধনগর-হালতি সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন হালতিবিলের কৃষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক ওয়াদুত মৃধা, মকলেছ সরদার, মুকুল সরদার, সবুজ প্রামানিক প্রমুখ।
মানববন্ধনে কৃষকরা বলেন, ‘বার বার সেচ যন্ত্র চুরির কারণে আমাদের অনেক ধকল সামলাতে হয়। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়। চোর চক্রটি থেকে বাঁচতে আমরা প্রসাশনের সহায়তা চাই।’
চোর চক্রকে আটক, চুরি যাওয়া সেচ যন্ত্র উদ্ধার এবং চোর চক্র আটক না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
উল্লেখ্য, সম্প্রতি হালতিবিলে বৈদ্যুতিক মোটর চুরি, উপজেলার বুড়িরভাগ এলাকায় ৫ থেকে ৭টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এছাড়া মাধনগর বাজারে ব্যবসায়ী বিদ্যুৎ সরদারের বরফ মিলের বৈদ্যুতিক মিটারও চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available