নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের দেওভোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় দুটি ভবনকে দুই লক্ষ টাকা জরিমানা ও একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কাজ বন্ধ করে দেয় রাজউক।
২০ এপ্রিল রোববার শহরের আলম খান লেনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন।
এসময় নির্মাণাধীন নকশাবহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালায় রাজউক। এসময় স্টারভিউ হাউজিং লিমিটেডের থান কমপ্লেক্স ও জান্নাত সফুয়া ভবনকে ১ লাখ করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানে রাজউকের ৮-৩ জোনের সহকারী অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার মো. নেয়ামুল জহির, ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলামসহ জেলা পুলিশের প্রতিনিধি দল সহযোগিতা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available