• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩২ রাত ১২:৩৩:৫৬ (21-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩২ রাত ১২:৩৩:৫৬ (21-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাউনিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

২০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:১০:২৪

কাউনিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ এপ্রিল শনিবার রাত সাড়ে ৯টার দিকে গ্রেফতার তিন জনকেই রংপুর আদালত সোপর্দ করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- উপজেলার সারাই ইউনিয়নের উদয়নারায়ণ মাছহারি এলাকার এজাহারুল ইসলামের ছেলে আজম আলী (১৯), কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর আন্ধারীঝার হারেটকুঠি এলাকায় আব্দুল মজিদের ছেলে শামীম হোসেন (২৩) ও সারাই ইউনিয়নের ধুমেরকুঠি পশ্চিমপাড়ার মৃত মাহফুজুর রহমানের ছেলে সিয়াব বাবু  (২৬)।

গ্রেফতারদের মধ্যে শনিবার রাতেই রংপুর মেট্রোপলিটন আমলী আদালত-১ এর বিচারক শোয়েবুর রহমানের কাছে শামীম ও সিয়াম বাবু নামের দুইজন ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল।

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম ওই নারী দিনাজপুর সদরের বাসিন্দা। তার স্বামী ঢাকায় ব্যবসা করেন। পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কথাবার্তা বন্ধ ছিল। ঘটনার চারদিন আগে ওই নারী সঙ্গে ইমরান সেনাবাহিনী নামে ফেসবুক আইডিতে শামীম হোসেনের পরিচয় হয়। তাদের মধ্যে ইমুতে কথাবার্তা হয়। শামীম সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন শামীম। গত ৫ মার্চ বুধবার বিকেলে ৩টার দিকে ওই নারী তার ১৫ মাসের ছেলে সন্তানসহ স্বামীর গচ্ছিত ১১ লাখ টাকা নিয়ে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়। শামীম ইমু ও মোবাইল নাম্বারে তাকে সারাই ইউনিয়নের ধুমেরকুঠি এলাকায় আসতে বলে। ওই নারী ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাত এক যুবক তাকে ধূমেরকঠি এলাকায় একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। পরে গভীররাতে ওই নারীকে দলবেঁধে ধর্ষণের পর টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

নারীর স্বামী মুঠোফোনে জানান, ৬ মার্চ বৃহস্পতিবার সকালে স্ত্রী তাকে অজ্ঞাত মোবাইল ফোনে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়টি জানায়। তিনি ঘটনাস্থলে এসে স্ত্রী ও সন্তানকে উদ্ধার করেন।

তিনি বলেন, তার স্ত্রীর সঙ্গে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল বলেন, এ ঘটনায় ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে ওই নারী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হারাগাছ থানায় সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেন। মোবাইল ফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযুক্ত তিনজনকে শনাক্ত করে পুলিশ। পরে ১৮ এপ্রিল শুক্রবার নারায়ণগঞ্জের সদর এলাকা থেকে শামীম ও আজম আলীকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে শনিবার ভোরে ধুমেরকুঠি এলাকা থেকে সিয়াম বাবুকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দুই উপদেষ্টার পদত্যাগের দাবি নুরের
২০ এপ্রিল ২০২৫ রাত ০৮:৫৫:৩৮




কাউনিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩
২০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:১০:২৪


লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:১৬