• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩২ রাত ১২:৩১:২৫ (21-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩২ রাত ১২:৩১:২৫ (21-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভেড়ামারায় মাজারে মাদকবিরোধী অভিযান, লাঞ্ছিত ম্যাজিস্ট্রেট

২০ এপ্রিল ২০২৫ রাত ০৮:২৮:১২

ভেড়ামারায় মাজারে মাদকবিরোধী অভিযান, লাঞ্ছিত ম্যাজিস্ট্রেট

মিরপুর ও ভেড়ামারা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান পরিচালনায় গিয়ে বাধাপ্রাপ্ত এবং লাঞ্ছিত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

২০ এপ্রিল রোববার দুপুরের দিকে ভেড়ামারার সাতবাড়ীয়া বিত্তিপাড়া এলাকায় ঘোড়া শাহ বাবার মাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনায় ঘোড়া শাহ মাজারে যান। অভিযান টিমে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযান শুরু করতে গেলে সেখানে বাধা দেন মাজারে উপস্থিত ভক্ত-অনুসারীরা। এসময় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ও অভিযান টিমের সদস্যদের লাঞ্ছিত করেন। পরে তোপের মুখে পড়ে অভিযান পরিচালনা না করেই তারা ফিরে আসতে বাধ্য হন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন এসিল্যান্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাজারের লোকজনদের বাধার মুখে ফিরে আসেন তারা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, প্রশাসনের লোকজন দেখেই ক্ষোভ প্রকাশ করেন জটাধারী লাল পোশাকের কিছু উচ্ছৃঙ্খল ভক্তরা। প্রশাসন কাজ শুরুর আগেই তারা আক্রমণাত্মক আচরণ শুরু করেন। বাধার মুখে শেষ পর্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই প্রশাসনের লোকজন ফিরে আসেন। এসময় প্রশাসনের লোকজনের পিছু পিছু ধাওয়া করেন সেখানকার লোকজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দুই উপদেষ্টার পদত্যাগের দাবি নুরের
২০ এপ্রিল ২০২৫ রাত ০৮:৫৫:৩৮




কাউনিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩
২০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:১০:২৪


লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:১৬