জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারত থেকে আমদানি করা নিষিদ্ধ মদ ও গরুর ভ্যাকসিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২০ এপ্রিল রোববার বিকেলে উপজেলার পূর্ব উচনা সীমান্তে জয়পুরহাট, ২০ ব্যাটালিয়নের অধীনে হাটখোলা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
জব্দ পণ্যের মধ্যে ছিল ভারতীয় GOAT POX VACCINE - ৩৩৭ পিস; STERILE DILUENT - ১৯১ পিস ও SC STAR মদ - ৩৮ পিস (জুস প্যাকেট)। যার আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ টাকা হতে পারে বলে বিজিবি সূত্রে জানা যায়।
হাটখোলা ক্যাম্প কমান্ডার মো. সাইদুর বারী বলেন, সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে চোরাকারবারিরা সীমান্ত পার করে দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়ার সময় এসব মদ ও ভ্যাকসিন জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পূর্ব উচনা সীমান্তের মাঠের মধ্যে মেইন পিলার ২৮১/৩৫এস এর আনুমানিক ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available