আলমগীর মানিক, রাঙামাটি প্রতিনিধি: বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে আলোকিত করতে কাজ করার পাশাপাশি এখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
২২ মে সোমবার সকালে রাঙামাটির বরকল উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নিখিল কুমার চাকমা বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে নিরলসভাব কাজ করছে। প্রধানমন্ত্রী হাসিনা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে আলোকিত করার জন্য অত্যান্ত আন্তরিক। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া প্রধানমন্ত্রীর অঙ্গীকার। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পর্যায়ক্রমে সোলার প্যানলের মাধ্যমে এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। সোলার প্যানেলের জন্য কেউ যাতে কারও কাছে টাকা না দেয়, সেই বিষয়ে সজাগ থাকতে অনুরোধ করছেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যে সোলার প্যানেল দিচ্ছে, তা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে। কেউ এই সোলার প্যানেল দেওয়ার কথা বলে টাকা দাবি করলে না দেওয়া আহ্বান জানান তিনি।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বোডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সন্তুষ কুমার চাকমা, বরকল থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন, বরকল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও ২নং বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা, সদস্য সচিব সাইফুল ইসলাম মনিরসহ সংশ্লিষ্টরা।
এর আগে, রোববার ৪৬২ জন উপকারভোগীদের মাঝে এই সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available