হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের ছত্রাজিতপুর ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ এপ্রিল সোমবার দুপুরে ছত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন মিন্টু, সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেকুল ইসলাম, শিবগঞ্জ মহিলা কলেজের প্রভাষক আব্দুস সালাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও বারিউল বারীসহ বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগে এলাকায় কোনো সমস্যার উদ্ভব হলে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত সামাজিক কমিটি তা সমাধান করতেন। কিন্তু বর্তমান সময়ে যে কোন ছোট সমস্যায় সত্রাজিতপুর এলাকাতে বাইরের সন্ত্রাসী লোকজনের আবির্ভাব দেখা যায়। এমনকি এলাকার বিভিন্ন ওয়ার্ডে বয়স্ক থেকে শুরু করে ছোট ছোট ছেলেদের মাদক ক্রয় বিক্রয় ও সেবনের সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ায় তা প্রতিহতের মাধ্যমে নির্মূল করার আহ্বান জানানো হয় মতবিনিময় সভায়।
পরে গত শনিবার রাতে সত্রাজিতপুর এলাকায় বহিরাগতদের আক্রমণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available