স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: রাজউকের অনুমোদন ও নকশা ছাড়াই নির্মিত ভবনগুলোর বিরুদ্ধে রূপগঞ্জের রূপসী এলাকায় পরিচালিত হয়েছে উচ্ছেদ অভিযান।
২১ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারাবো পৌরসভার রূপসী এলাকায় এ অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৮টি অবৈধ স্থাপনার বর্ধিত ও নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। এর মধ্যে ৬টি নির্মাণাধীন আবাসিক ভবন, একটি হাসপাতাল ও একটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। অভিযানে ভবন মালিকদের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
অভিযানে রাজউকের নারায়ণগঞ্জ জোন-৬/৩-এর অথরাইজড কর্মকর্তা জান্নাতুল মাওয়া, সুরোত আলি রাসেল, ইমারত পরিদর্শক মো. আব্দুর রহিম এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার জানান, রাজউকের অনুমোদন ছাড়া কোনো ধরনের আবাসিক বা বাণিজ্যিক ভবন নির্মাণ আইনবহির্ভূত। তারাবো পৌরসভা এলাকায় নিয়ম ভেঙে ভবন নির্মাণের প্রবণতা বেড়েছে। তাই এসব নির্মাণ রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে রাজউকের এই অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available