নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
২২ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়।
এসময়ে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান আছে, তাদের মাঝে আমরা হুইল চেয়ার বিতরণ করলাম। সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন যারা আমাদের সন্তান রয়েছে, তারা আমাদের বোঝা না। তাদের অনেকের মধ্যে অনেক বিষয় অনেক বেশি প্রতিভা রয়েছে।
তিনি বলেন, আমরা যদি তাদের পাশে থাকি এবং তাদের পাশে দাঁড়াই তাহলে তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে আমাদের দেশকে অনেক কন্টিডর করতে পারে বলে আমাদের কাছে মনে হয়। সুতরাং আমরা তাদের পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, আমরা জানি এ দেশে যারা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান রয়েছে, তাদেরকে লালন পালন করা ওই পরিবারের মাতা পিতার জন্য কতটা কষ্টকর। যাদের আছে তারাই শুধু এটা অনুভব করতে পারে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন তাদের পাশে আছি। আমরা চাই সমাজের যারা বিত্তবান আছে এবং যাদের সামর্থ্য আছে তাদেরকে বলব এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান আছে তারা আমাদের সমাজেরই অংশ । আমরা সকলে মিলে আসুন আমরা তাদের পাশে দাঁড়াই এবং আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ি।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আলমগীর হোসাইন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার, সহকারী পরিচালক সোলাইমান হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা একেএম সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর উপজেলার কর্মকর্তা আব্দুল সালাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সোহেল হোসাইন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available