স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: আড়াইহাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক সাগর হাসান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আসামির স্বজন ও সহপাঠীরা থানায় হট্টগোল করে।
২১ এপ্রিল সোমবার সকালে আড়াইহাজার থানার এ ঘটনা ঘটে। এর আগে ভোরে উপজেলার কল্যান্দী এলাকা থেকে ওই গ্রেফতার করা হয়।
স্বজনরা বলেন, সাগরের মামার নামে ইসলামী ব্যাংকের মামলা আছে। সেখানে সাগরের বাবাকে ধরতে পারে, সাগরকে কেন ধরবে। একজনের অপরাধের শাস্তি আরেকজন তো পাবে না। মিথ্যা মামলায় তো ধরে আনলেই হইলো না। ওয়ারেন্টের কাগজও তারা দেখায় না। কি মামলায় ধরে নিয়ে আসছে তা বলতে পারে না, এরা কেমন পুলিশ।’
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন বলেন, আমাদের পুলিশের একটা টিম সকালে ছাত্রলীগের এক নেতাকে আটক করে নিয়ে আসে। ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আগেই দুটো রাজনৈতিক মামলা, ব্যাংকের মামলা এবং অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। স্বজনেরা পুলিশের সাথে এক পর্যায় একটু উচ্ছৃঙ্খল কথাবার্তা বলছিল। আমরা আসামিকে আদালতে প্রেরণ করেছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available