• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই বৈশাখ ১৪৩২ রাত ১০:৫০:২২ (22-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই বৈশাখ ১৪৩২ রাত ১০:৫০:২২ (22-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: এ্যানী

২২ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:১৬:৪৯

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: এ্যানী

লালমনিরহাট প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আওয়ামী লীগ যেন এই দেশে আর ক্ষমতায় না আসতে পারে, আওয়ামী লীগের রাজনীতি যেন বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ হয়ে যায় সেই ব্যবস্থা জাতিকে করতে হবে। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রের দল নয়, আওয়ামী লীগ গণতন্ত্রের শত্রু।

তিনি আজ ২২ এপ্রিল মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ কমিউনিটি হলে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে এ কথা বলেন।

এ্যানী বলেন, আওয়ামী লীগ ৮ মাস হল কীভাবে পালিয়ে গেল, কীভাবে গ্রেফতার হলো, সবাই পালিয়ে যায়নি, সবাই গ্রেফতার হয়নি, এখনোতো ঝটিকা মিছিল করে খুব বীরদর্পে। এই যে শাহাজান খানরা যারা জেলে আছে আসা যাওয়ার সময় তারা কীভাবে হুংকার দিচ্ছে খেয়াল করেছেন? বলছেন যে এই দিন দিন নয় তাদের নাকি আরো দিন আসবে। আওয়ামীলীগ জনশত্রুতে পরিণত হয়েছে, এরা গণশত্রুতে পরিণত হয়েছে, একমাত্র এর থেকে নিষ্কৃতি দিতে পারে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এর থেকে নিষ্কৃতি দিতে পারে এই ৩১ দফা, এর থেকে নিষ্কৃতি দিতে পারে এদেশে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এর থেকে নিষ্কৃতি দিতে পারে একটা সাধারণ নির্বাচন।

তিনি আরো বলেন, এই নির্বাচনের আগে সবার আগে হাসিনার বিচার চাই, হাসিনা গুম করেছে, হাসিনা খুন করেছে, হাসিনা দুর্নীতি-দুঃশাসন করেছে, গণহত্যা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে। হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে, তা দ্রুত সময়ের মধ্যে হতে হবে। হাসিনার বিচার না হলে এই জাতি এই সরকারকে ক্ষমা করবে না, আমাদেরকেও ক্ষমা করবে না।

রাষ্টকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে আয়োজিত এই কর্মশালায় বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নেত্রী রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইকবাল হোসেন শ্যামল। কর্মশালায় লালমনিহাট জেলার পাঁচটি উপজেলার ৪ শতাধিক  নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মতলব উত্তরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ
২২ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৫:২৪


বাগেরহাটে ককটেলসহ আটক ১৮
২২ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:০৫




লালপুরে কীটনাশকের বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু
২২ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:৫৮

দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ
২২ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:২১:১০