বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে মসজিদের চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে উপজেলার কুর্শা গ্রামে মো. আবু বাক্কার সিদ্দিকের পরিবারকে একঘরে রাখার অভিযোগ উঠেছে।
সিদ্দিকের অভিযোগ, ঈদ উপলক্ষে মসজিদের মুসুল্লিদের জন্য ধার্য নির্ধারিত চাঁদা পরিশোধ না করায় শবেকদরের দিনে জুমার নামাজের পর মসজিদের মাইকে ৯১ জনের নাম ঘোষণা করা হয়। তার নামে ধার্যকৃত এক হাজার টাকা চাঁদা পরিশোধ করেছেন বলে জানান তিনি। চাঁদা পরিশোধ করার পরেও সিদ্দিকের নামসহ চাঁদা পরিশোধ করেননি এমন ৯১ জনের নাম মাইকে ঘোষণা করা হয়। এ নিয়ে তিনি প্রতিবাদ করেন। তিনি তখন মসজিদের মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘এভাবে প্রকাশ্যে লজ্জা না দিয়ে ব্যক্তিগতভাবে চেয়ে চাঁদার টাকাটা আদায় করা যেতো’।
এ ঘটনার জেরে গত ১২ এপ্রিল থেকে তার পরিবারকে ‘একঘরে’ করে দেওয়ার অভিযোগ করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. ইদ্রিছ আলীর বিরুদ্ধে।
তবে ইদ্রিছ আলীর দাবি, তিনি কাউকে 'এক ঘরে' করে রাখেননি। আবু বাক্কার সিদ্দিক সমাজের লোকজনকে গালিগালাজ করেছেন। সেই থেকে কেউ তার সাথে কথা বলেন আবার কেউ কথা বলেন না। তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন ইদ্রিছ আলী।
এদিকে একঘরে করে রাখার প্রতিবাদে পদযাত্রা ও স্মারক লিপি প্রদান করেছেন 'প্রতিবাদী সাধারণ নাগরিক ফোরাম' নামে একটি সংগঠন।
মঙ্গলবার ২২ এপ্রিল সকালে উপজেলা সদরের পুরাতন বাজার থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গিয়ে পদযাত্রাটি শেষ করে সংগঠনটি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available