• ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:২৯:৩৩ (23-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:২৯:৩৩ (23-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস্টার প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ

২৩ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫১:২৫

মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস্টার প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌরসভা ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণে ব্যাপক অনিয়মের অভিয়োগ উঠেছে ।

জানা যায়, ক্লাস্টার প্রশিক্ষণে জন্য খাবার ভাতা ৫৪০- ৫৪ (ভ্যাট-১০%)= ৪৮৬ টাকা, ফাইল, প্যাড ও কলম ৬০- ৯ (ভ্যাট ১৫%) = ৫১ টাকা এবং মার্কার, পোস্টার ও প্রয়োজনীয় সামগ্রী ১০০০- ১৫০ (ভ্যাট-১৫%) = ৮৫০ টাকার বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ছেংগারচর পৌরসভা ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন ক্লাস্টারের ক্লাস্টার অফিসার ও মতলব উত্তর সহকারী শিক্ষা কর্মকর্তা আহসানুজ্জামান লুলু এই বরাদ্দ অধিকাংশ শিক্ষকদের না দিয়ে একা নিজেই ভোগ করেন। এবং প্রশিক্ষণের সময় উপস্থিত থাকে না তিনি।

নাম না জানানো একাধিক শিক্ষকদের অভিযোগ, আমাদের যখন সাব ক্লাস্টার ট্রেনিং করা হয় ক্লাস্টারের ক্লাস্টার অফিসার আহসানুজ্জামান লুলু উপস্থিত থাকেন না, বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি বাইরে থাকেন।

তারা আরো জানান, আমাদের প্রশিক্ষণে যে এত টাকা বরাদ্দ হয় তা আমরা জানতাম না, আমাদের কম দামি পেড, কলম নিম্নমানের দেওয়া হয়েছে। সকালের নাস্তা দুইটা সিঙ্গারা, এক পিছ পেয়ারা আর দুপুরে শুধু ৮০ টাকার প্যাকেটের এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হয়।

নাম প্রকাশের অনিচ্ছুক আরেকজন শিক্ষক জানান, তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ওপেন ভোট চেয়েছিল এ কারণে তাকে শিক্ষা অফিস তলপ করেছিল। পরে তখন সাবেক এমপির প্রভাব খাটিয়ে ওই তলবের আদেশ প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও ছেংগারচর পৌরসভা ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন ক্লাস্টারের ক্লাস্টার অফিসার আহসানুজ্জামান লুলু জানান, আমি সঠিক সময়েই ক্লাস্টারের ট্রেনিং এ আসার চেষ্টা করি, মাঝেমধ্যে অফিসের জরুরি কাজ থাকায় বাইরে থাকা লাগে। ক্লাস্টারের ট্রেনিং এর শেষে যে টাকা অবশিষ্ট থাকবে সেগুলো ট্রেজারি চালানোর মাধ্যমে ব্যাংকে জমা দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ