• ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:২৬:৩৭ (23-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:২৬:৩৭ (23-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিল্প প্রতিষ্ঠানের দেয়াল তুলে বন্ধ রাস্তা, উত্তাল ডিসি অফিস চত্বর

২৩ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৯:৪৪

শিল্প প্রতিষ্ঠানের দেয়াল তুলে বন্ধ রাস্তা, উত্তাল ডিসি অফিস চত্বর

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় স্থানীয় জনগণের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ সড়ক পুনরায় চালু করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

২২ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই কর্মসূচিতে অংশ নেন প্রায় তিন শতাধিক স্থানীয় বাসিন্দা।

তারা জানান, সাটুরিয়ার গোলড়া গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের পথ ছিল একটি রাস্তা, যা দুটি শিল্পপ্রতিষ্ঠান—তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড—এর ভেতর দিয়ে চলে গেছে। সম্প্রতি ওই রাস্তাটির প্রবেশমুখে দেয়াল নির্মাণ করায় চলাচল একেবারে বন্ধ হয়ে যায়।

গোলড়া গ্রামের বাসিন্দা সেলিনা আক্তার বলেন, “আমার ছোট ছেলে প্রতিদিন ওই রাস্তা দিয়ে স্কুলে যেত। এখন পুরো ঘুরে যেতে হয়, সময়ও বেশি লাগে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে নেওয়ার সময়ও সমস্যায় পড়ি।”

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আরেকজন বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, “এই রাস্তা দিয়ে আমাদের বাজার, স্কুল, হাসপাতাল—সবই ছিল কাছাকাছি। এখন প্রায় দুই কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। আমরা চাচ্ছি প্রশাসন যেন একটা স্থায়ী সমাধান করে দেয়।”

এর আগেও গত ২৯ জানুয়ারি এলাকাবাসী একবার সড়ক অবরোধ করেছিলেন, কিন্তু প্রশাসনের আশ্বাসে তখন তারা আন্দোলন স্থগিত করেন। এবারও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, “এলাকাবাসীর যাতায়াতের ভোগান্তি সম্পর্কে আমরা অবগত। দুই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যাওয়া রাস্তা উন্মুক্ত করার বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব।”

তিনি আরও বলেন, “শিগগিরই এলাকাবাসী এবং প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিদের নিয়ে একটি সভার আয়োজন করে বিষয়টির শান্তিপূর্ণ ও টেকসই সমাধানে পৌঁছাতে চাই।”

জেলা প্রশাসকের আশ্বাসে এলাকাবাসী তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে প্রত্যাহার করে নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ