রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উম্মে হাবিবা তানহা (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
২৩ এপ্রিল বুধবার দুপুরে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এতে তার পরিবার দাবি করছে, গৃহবধূ তানহাকে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। শ্বশুর, শাশুড়ি, জা এবং ভাসুরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেই এর সত্যতা পাওয়া যাবে বলে জানান তারা।
এর আগে গত ১৫ এপ্রিল সকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাদেকের পাড়া হাজী জেবল হোসেনের শ্বশুর বাড়ির শয়নকক্ষ থেকে গৃহবধূ উম্মে হাবিবা তানহা'র ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি প্রবাসী মো. মোর্শেদ আলমের স্ত্রী এবং লালানগর ১ নম্বর ওয়ার্ড মাস্টার বাড়ি এলাকার মো. সিরাজের মেয়ে।
গত দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিল। আগের দিন পৈতৃক বাড়ি থেকে শ্বশুরবাড়ির লোকজনকে সাথে নিয়ে ঘুরে এসেছিলেন। এরপর সকালে ঘুম থেকে না উঠলে ঘরের দরজা ভেঙে দেখেন গৃহবধূ হাবিবার মরদেহ ওড়না পেচানো অবস্থায় জানালার গ্রীলের সাথে ঝুলানো। পরে থানায় খবর দেয়া হলে, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গৃহবধূর পিতা সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইমাম হোসেন, মা শিমুল আক্তার, খালা জান্নাতুল আদন বৃষ্টি এবং মামা আবু বক্কর।
তারা দাবি করেন, তাদের মেয়েকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে জানালার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। কিছুদিন পূর্বে তাদের মেয়েকে ভাসুরের স্ত্রী তুচ্ছ ঘটনায় মারধর করে এবং প্রায়শই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। ঘটনার আগের দিন রাতেও প্রবাসী স্বামীর সাথে তার ফোনে কথা হয়েছিল। এই ঘটনায় তারা হত্যা মামলা করতে চাইলেও থানায় ইউডি মামলা নিয়েছে। তারা এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available