• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:৫৩:১২ (24-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:৫৩:১২ (24-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

১০ টাকা টোল নিয়ে বিতণ্ডা : হামলায় দুজন গুরুতর আহত

২৪ এপ্রিল ২০২৫ সকাল ১০:৫২:১৫

১০ টাকা টোল নিয়ে বিতণ্ডা : হামলায় দুজন গুরুতর আহত

লালমনিরহাট প্রতিনিধি: লালামনিরহাটের তিস্তা সড়ক সেতু-১ এর টোল প্লাজায় ১০ টাকার টোল নিয়ে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলে পুলিশের পাঁছজন সদস্য দায়িত্বরত ছিলেন।

২৩ এপ্রিল দিবাগত রত ৯টার দিকে টোল প্লাজায় হামলার ঘটনায় টোল প্লাজার দুজন কর্মচারী আহত হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন লালমনিরহাট পৌরসভার মাহফুজার রহমান (২৬) ও মোস্তফিরহাট এলাকার ফজলুর রহমান (২৫)। লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মোকাদ্দেম হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

টোল প্লাজায় দায়িত্বরত পুলিশের সাব-ইনস্পেক্টর রওশন এশিয়ান টেলিভিশনকে জানান, দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এসময় লুটপাটের মত কোনো ঘটনা ঘটেনি। সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যাবে।

দায়িত্বরত পুলিশ ও অপর একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, গোকুন্ডা ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদের সাথে টোল প্লাজার কর্মচারী ফুল মাহমুদের বাকবিতন্ডা হয়। এরপর দলবলসহ আক্রমণ করলে টোল প্লাজার দুজন কর্মচারী গুরুতর আহত হন।

সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলতে পারছি না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুয়েট ভিসির পদত্যাগে ইবিতে আনন্দ মিছিল
২৪ এপ্রিল ২০২৫ দুপুর ১২:০৫:৩০