দিনাজপুর প্রতিনিধি: রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামী লীগ। ২২ মে সোমবার বিকালে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
এদিন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় প্রেসক্লাবের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। এসময় ফিজার বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তাদের শান্তি হয়নি, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করছেন। তারা সেই এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। তারা সংবিধান মানবে না, কোন নিয়ম মানবে না; নিজেদের মতই চলবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আরও উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ন-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলসহ অন্যান্য আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available