কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে ৯৯৯ এ কল পেয়ে বিএনপি নেতার চাচীর বাড়ি থেকে ৩৫০ কেজি চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। এ ঘটনায় ওই নেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২৩ এপ্রিল বুধবার রাত সাড়ে ১০টায় গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্য বান্ধব ডিলার রবিউল হোসেন রবুর দুর্সম্পর্কীয় এক চাচীর ঘর থেকে এসব চাল জব্দ করা হয়।
রবিউল হোসেন রবু (৪২) গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। সে গোবিন্দপুর পশ্চিমপাড়ার মৃত সফি উল্লাহর ছেলে।
স্থানীয় বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ একাধিক লোক জানান, সন্ধ্যায় একই পাড়ার দুর্সম্পর্কীয় এক চাচীর ঘরে ধান বলে চালগুলো রেখে যান রবিউল হোসেন রবু।
বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ৯৯৯ এ কল করেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ডিলার রবিউলকে ডেকে আনেন। জিজ্ঞাসাবাদে রবিউল চালগুলো বিতরণ না করে অবৈধভাবে আত্মসাতের উদ্দেশ্যে চাচীর বাড়িতে নিয়ে আসে বলে স্বীকার করেন।
একই গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, আমাদের দলে কোন দুস্কৃতিকারী, চোর, অন্যের সম্পদ আত্মসাৎকারীর স্থান নেই। আমরা নেতৃবৃন্দকে ঘটনাটি জানিয়েছি। তার বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, জিজ্ঞাসাবাদে ডিলার রবিউল হোসেন চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে দূর সম্পর্কীয় এক চাচীর বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available