হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের মধ্যে হওয়া বিরোধের ঘটনাকে ঘিরে বিএনপিকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। আ.লীগের এমন সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
২৩ এপ্রিল বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক সভায় এমন অভিযোগ তুলে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবি জানান, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, গত ১৯ এপ্রিল শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বাজারে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে কয়েকজন ছেলের মধ্যে হট্টগোল হয়। এই ঘটনাটি কোনো ভাবেই রাজনৈতিক কোন বিরোধের জের ধরে নয়। জড়িতদের অনেকেই ব্যক্তিগত জীবনে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের হতে পারে। কিন্তু এই ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-মারামারি বলে প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণভাবে মিথ্যা ও বানোয়াট।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে আমরা আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি। গণঅভ্যুত্থানের পরেও এখনও আওয়ামী লীগের দোসররা সক্রিয় রয়েছে। বিএনপির বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারা। যে কোনো তুচ্ছ ঘটনায় বিএনপির নাম জড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করতে কাজ করছে তারা। তাই এসব অন্যায় জুলুমের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম নবী বলেন, দেশ ছেড়ে পালিয়েছে আ.লীগের মন্ত্রী-এমপিসহ অনেকেই। কিন্তু দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে তৎপর রয়েছে আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও বিএনপির সুনাম ক্ষুণ্ন করতে নানা অপতৎপরতা চালানো হচ্ছে। তাদের পরিচয় সকলেরই জানা। কিন্তু এরপরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আইন হাতে তুলে নেয়নি। এমনকি অন্যায় কোন কর্মকাণ্ডে জড়িত হয়নি। তবে বিএনপির বিরুদ্ধে চলমান সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিএনপি নেতারা আরও বলেন, নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ময়েজ উদ্দিন ময়েজের ছেলে সাহেব আলীকে মোটরসাইকেল রাখা নিয়ে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. শরিফুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন, নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফয়েজ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হামিদসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভা শেষে নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সাথে দেখা করে ছাত্রদলের কর্মী সাহেব আলীকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক জানান, গত ১৯ এপ্রিল রাতে ছত্রাজিত পুরের ঘটনা কোন রাজনৈতিক দ্বন্দ্ব নয়। কয়েকজন যুবকদের মোটরসাইকেল রাখা নিয়ে ঝামেলা হয়। কিন্তু একটি কুচক্রী মহল বিএনপির নামে মিথ্যা প্রচারণা করছে। অথচ বিএনপির কর্মীরাই এতে মারধরের শিকার হয়েছে। তবে এই ঘটনার পর আওয়ামী লীগের সন্ত্রাসীদের রক্ষা করতে বিএনপির কোনো নেতাকর্মীর ভূমিকা পাওয়া গেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। বিএনপি সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available