• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫২:২৩ (24-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫২:২৩ (24-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফকিরহাটে প্রিতম জাতের বেগুন চাষ বিষয়ক মাঠ দিবস

২৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৪৬:০২

ফকিরহাটে প্রিতম জাতের বেগুন চাষ বিষয়ক মাঠ দিবস

বাগেরহাট (পশ্চিম)  প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে প্রিতম জাতের বেগুনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

২৩ এপ্রিল বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো, রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিসিআরএল এর কনসালটেন্ট ড. খন্দকার মাহফুজুর হক, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো, নজরুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রোমেল বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহান।

কৃষক মো. হুমায়ুন শেখ জানান, তিনি এসএসিপি প্রকল্পের আওতায় তিনি এ বছর এক একর জমিতে প্রিতম বেগুনের চাষ করেন। কৃষি বিভাগ তাকে সব ধরনের সহযোগিতাসহ পরামর্শ প্রদান করেন। তার এই বেগুন চাষে ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু তিনি দুই লক্ষাধিক টাকার বেগুন বিক্রি করতে পারবেন বলে জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, চাষিকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে। বেগুনের ফলন ভাল হয়েছে। ইতিমধ্যে অনেক কৃষক প্রিতম বেগুন চাষে আগ্রহ হয়েছেন। এসব কৃষককে সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, অন্যান্য ফসলের পাশাপাশি বেগুন চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেন। বেগুন একটা লাভজনক ফসল। বাজারে এর যেমন চাহিদা আছে তেমনি মূল্য পাওয়া যায় ভাল। তাই আর এই প্রিতম জাতের বেগুন যে কোন সময় রোপণ করা যায়। রোপণের তিন মাসের মধ্যে এর ফলন পাওয়া যায়। তাই অন্যান্য ফসলের পাশাপাশি প্রিতম বেগুন চাষের পরামর্শ দেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভৈরবে হাঁস চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ
২৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩:২০