• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:১৩:০৮ (24-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:১৩:০৮ (24-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাবনায় ব্যবসায়ীকে হত্যা, প্রধান আসামি টিপু গ্রেফতার

২৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:২৩:২১

পাবনায় ব্যবসায়ীকে হত্যা, প্রধান আসামি টিপু গ্রেফতার

পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলার চাঞ্চল্যকর কাঠ ব্যবসায়ী জাইদুল হত্যাকাণ্ডের প্রধান আসামি টিপুকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পুলিশ সুপার মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুন।

তিনি আরও জানান, পাবনা সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন এলাকায়  কাঠ ব্যবসায়ী জাইদুল মোল্লা (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিবার আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করলে। মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তথ্যপ্রযুক্তির  সাহায্যে মামলাটির অন্যতম আসামি আকরাম (৩০) কে গ্রেফতার করে। তার জবানবন্দিতে হত্যাকাণ্ডের মূল হোতা বাদল ওরফে টিপুকে গত রাতে ঢাকার হযয়ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ।

নিহত কাট ব্যবসায়ী জাইদুলকে চাঁদার টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে পরিকল্পনা অনুযায়ী টিপু ও তার সহযোগীরা জাইদুলকে হত্যা করে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল আতাইকুলা ধানাধীন তেবাড়ীয়া গ্রামের জনাব খাঁর বটতলায় কাঠ ব্যবসায়ীকে হত্যা করে ফেলে রাখা হয়েছিলো। নিহত জাইদুল পাবনার সাঁথিয়া থানাধীন এলাকার বড় পাথাইল হাট গ্রামের  মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভৈরবে হাঁস চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ
২৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩:২০