ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে হাঁস চুরির অভিযোগে মারধর ঘটনায় জনি নামে এক যুবকের রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে ।
২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কালিপুর নয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক পৌর শহরের জয়নাল মিয়ার ছেলে।
পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী বাড়ির হারুন মিয়ার ছেলে আল আমিন পিটিয়ে ইঁদুরের ট্যাবলেট খাওয়ানোর পর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে।
তবে প্রতিপক্ষের দাবি মায়ের বকাবকিতে নিজ ঘরে ইঁদুরের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী জানান, গতকাল পার্শ্ববর্তী বাড়ির হারুন মিয়ার ঘর থেকে ৭টি হাঁস চুরি হয়। পরে এঘটনায় নিহত জনিকে সন্দেহ করে, পরে পাশের বাড়ির হারুন মিয়ার ছেলে আল আমিন তাকে ডেকে নিয়ে মারপিট করে। এসময় অসুস্থ পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসা জন্য বাজিতপুর জহরুল ইসলাম হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available