• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩২ রাত ১১:৫১:২৯ (24-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩২ রাত ১১:৫১:২৯ (24-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জে নকশা না মেনে ভবন নির্মাণ, চলছে উচ্ছেদ অভিযান

২৪ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৮:০৩

নারায়ণগঞ্জে নকশা না মেনে ভবন নির্মাণ, চলছে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: রাজউক ২৫ সালের ফেব্রুয়ারি মাসে চাষাঢ়া রেললাইন-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অনুমোদন না নিয়ে নির্মাণ করা ১২ তলা ভবনের তিনতলা পর্যন্ত ছাদ ঢালাইয়ের কাজ ভেঙে দেয় এবং ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা করে।

২০২৪ অক্টোবরে মিজমিজি ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মোট ৭টি নির্মাণাধীন ভবনের আংশিক অপসারণ করা হয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। তার আগে ২০২৪ মার্চ সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় অভিযান চালিয়ে স্কাই ভবন-১, স্কাই ভবন-২ ও টি টাওয়ারের নকশা বহির্ভূত বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখা হয়।

এভাবে রাজউক অভিযান অব্যাহত  রাখার পরও অদৃশ্য শক্তিতে নারায়ণগঞ্জে চলছে অনুমোদন বিহীন বা নকশা বহির্ভূত ভবন নির্মাণের কর্মযজ্ঞ। একের পর এক অভিজানেও থামানো যাচ্ছে না নিয়ম বহির্ভূত এ কার্যক্রম 
রাজক সূত্র থেকে জানা যায়, নারায়ণগঞ্জের রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) কর্তৃক পরিচালিত সাম্প্রতিক পরিদর্শন ও উচ্ছেদ অভিযান অনুযায়ী, শহরের বিভিন্ন এলাকায় নকশা বহির্ভূত ভবনের সংখ্যা উল্লেখযোগ্য।

২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, নারায়ণগঞ্জের জোন-৮ এলাকায় মোট ১৯,১৩২টি ভবনের মধ্যে ১৭,৫৮৮টি নির্মিত এবং ১,৫৪৪টি নির্মাণাধীন। এই নির্মিত ভবনের মধ্যে ২,৬০৬টি ভবন নকশা লঙ্ঘন করে নির্মিত হচ্ছে, যা মোট ভবনের প্রায় ৩০%।

রাজউক নিয়মিতভাবে নকশা বহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এতো তদারকি করার পর কীভাবে হচ্ছে নিয়ম বহির্ভূত কাজ।

সম্প্রতি কয়েকদিন ধরে চলা নারায়ণগঞ্জে রাজউকের অভিযান নিয়ে অথারাইজ অফিসার (জোন-৮) আবুল কালাম আজাদ  বলেন, নকশা বহির্ভূত ভবন বিষয়ে অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। যেখানে অনিয়ম থাকবে সেখানের রাজউক কঠোর ব্যবস্থা নিবে।

এদিকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন  নারায়ণগঞ্জে রাজউকের অভিযান প্রসঙ্গে বলেন, রাজউক অনুমোদিত প্ল্যান না থাকলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। গত কয়েকদিন ধরে চলমান অভিযানে বেশ কয়েকটি ভবন পরিকল্পনার বাইরে থাকা অংশ ভেঙ্গে দেয়া হয়েছে, করা হয়েছে জরিমানা, কেটে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। অনিয়মের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে।

এদিকে এ ধরনের অভিযান ও পরিদর্শন সত্ত্বেও, নারায়ণগঞ্জে নকশা বহির্ভূত ভবনের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এটি শহরের অবকাঠামোগত উন্নয়ন ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ভৈরবে হাঁস চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ
২৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩:২০