• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০৯:৩৯ (25-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০৯:৩৯ (25-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কৃষি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে লাঞ্ছিত

২৫ এপ্রিল ২০২৫ সকাল ০৯:০৯:৩১

কৃষি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে লাঞ্ছিত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে রনি মিয়াজী নামে এক গণমাধ্যম কর্মীকে হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

২৩ এপ্রিল বুধবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরের কৃষি অফিস সংলগ্ন পাকা সড়কে এ ঘটনাটি ঘটে

জানা গেছে, কিছু দিন আগে তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন যমুনা টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি রনি মিয়াজীসহ কয়েকজন সাংবাদিক।

পেশাগত দায়িত্ব পালনের জন্য বুধবার সাংবাদিক রনি মিয়াজী তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে গেলে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী মির্জা শাহরিয়ার রাজীব সাংবাদিক রনি মিয়াজীর মোটর সাইকেল গতিরোধ করেন এবং কৃষি অফিসসহ তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে ক্ষিপ্ত হন।

এসময় তিনি ওই সাংবাদিক অসামঞ্জস্য কথাবার্তা ও লাঞ্ছিতের চেষ্টা করেন। পরবর্তীতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলামসহ অন্যরা সাংবাদিক রনি মিয়াজীকে ঘিরে ফেলেন এবং উল্টোপাল্টা প্রশ্ন করে লাঞ্ছিত করেন। উপসহকারী ইলিয়াস ফারুক ও মশিউর রহমান মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকেন এবং কৃষকের দেয়া বক্তব্য ডিলিট করতে হুমকি দেন উপসহকারী ফারুক।

ঘটনাস্থল থেকেই বিষয়টি জেলা কৃষি অফিসের ডিডিকে মুঠোফোনে অবগত করেন সাংবাদিক রনি মিয়াজী। এছাড়াও মৌখিক ভাবে সাথে সাথে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গিয়ে তিনি স্ব-শরীরে উপস্থিত হয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগসহ তেঁতুলিয়া মডেলা থানায় অবগত করেন।

এ বিষয়ে সাংবাদিক রনি মিয়াজী জানান, ‘আমি পেশাগত দায়িত্ব পালনের জন্য তেঁতুলিয়া উপজেলা পরিষদের চত্বরে গেলে উপজেলা চত্বরের কৃষি অফিসি সংলগ্ন পাকা সড়কে হঠাৎ উপসহকারী কৃষি কর্মকর্তা রাজিব মোটর সাইকেল যোগে এসে আমার মোটর সাইকেলের গতিরোধ করেন। তার বিরুদ্ধে নিউজ করায় তিনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন কথাবার্তা বলেন। পরে কৃষি অফিসের অন্য লোকজন এসে আমাকে ঘিরে ধরেন এবং উল্টাপাল্টা কথা বলে ভিডিও করা শুরু করেন।’

এ ব্যাপারে পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন বলেন, এ বিষয়ে রনি মিয়াজী ও অফিস থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছেন এবং রনি মিয়াজী মুঠোফোনে অবগত করেছেন।

তিনি আরও বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। সাংবাদিক যেকোনো তথ্য নিতে পারবেন এতে অনুমতি লাগবে এমন কোনো নির্দেশনা নেই এবং সংবাদকর্মীদের কাজে বাধা দেয়ারও কোনো নির্দেশনা নেই। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড
২৫ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩২:৫০