তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: জামিন পেয়েছেন কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপু।
২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল করেন টিপুর আইনজীবী এড. খায়রুল বদিউজ্জামান। সাংবাদিক নেতাদের উপস্থিতিতে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে সাংবাদিক রোকনুজ্জামান টিপুর মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, মফঃস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহম্মেদ আবু জাফর, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ প্রমুখ।
বক্তারা বলেন, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্সে ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির খবর পেয়ে ২২ এপ্রিল মঙ্গলবার তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক টিপু। তথ্য চাওয়ায় দুর্নীতিবাজ কর্মকর্তা উপজেলা উপসহকারী প্রকৌশলী মামুন হোসেন তাকে ছাতা দিয়ে মারপিট করেন। একপর্যায়ে টিপু আত্মরক্ষার্থে হামলাকারীকে ধাক্কা দেন। পরে টিপু ও মামুনের মধ্যে হাতাহাতি হয়। টিপু বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলকে অবহিত করার পর আধ ঘণ্টা পর ঘটনাস্থলে এসে প্রকৌশলী মামুন ও ঠিকাদারের নিয়োজিত লোকজনের মুখে একতরফা ঘটনা শুনে নিয়ম বহির্ভূতভাবে সাংবাদিক রোকনুজ্জামানকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। বক্তারা অবিলম্বে টিপুর মুক্তির দাবি জানান। একইসাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল, উপসহকারী প্রকৌশলী মামুন হোসেনসহ হামলা ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
পরে সাংবাদিকরা সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সঙ্গে দেখা করেন। বিকাল ৪টায় কারা মুক্তির পর সাতক্ষীরা জেল জেলগেটে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন সাংবাদিক নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available