পঞ্চগড় প্রতিনিধি: "মুক্তির মূল মন্ত্র -ইসলামী শাসনতন্ত্র "এ স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে পঞ্চগড় জেলায় জনসভা অনুষ্ঠিত হয়েছে ।
২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকালে "শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই " পীর সাহেব চরমোনাই এই নীতিকে ধারণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলার আয়োজনে বগদুল ঝুলা কারিগরি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় ।
জনসভায় মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমান ।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার উপদেষ্টা মাওলানা শফিকুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও পঞ্চগড় ১ আসনের মনোনীত সংসদ সদস্য কারী মো. আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারি মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ, ইসলামী শ্রমিক আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও পঞ্চগড় ২ আসনের মনোনীত সংসদ সদস্য আলহাজ্ব কামরুল হাসান প্রধান, ইসলামী আন্দোলন বোদা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন সহ-সভাপতি হাফেজ মাহমুদুল হাসান মাহমুদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
এ সময় প্রধান অতিথি সমমনা সকল ইসলামিক দলগুলো একই ব্যানার নির্বাচন করবে বলে আশ্বস্ত করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ছায়াতলে থাকার আহ্বান জানান ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available