সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত হয়েছে।
২৫ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে দূরপাল্লার বাস চাপায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন, রিতা সাধু (২৬) ছেলে সৌরভ সাধু (২)। আহত স্বামী অপূর্ব সাধু (৩৫) ও মেয়ে সুমি সাধু (৫)। তারা খুলনার কপিলমুনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কপিলমুনি থেকে অপূর্ব সাধু মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি কেশবপুরের সাগরদাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পাটকেলঘাটার কুমিরায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সাতক্ষীরা লাইন পরিবহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। অপর দুইজন আহত হয়েছেন।
পাটকেলঘাটা থানা পুলিশ জানিয়েছে, সাগরদাড়ি রোডে প্রবেশের সময় বাসটি প্রথমে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে। পরে বাসটি না থামিয়ে রিতা সাধু ও তার শিশু ছেলের উপর দিয়ে চালিয়ে দেয়। সামনের চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলে নিহত হন। অপর দুইজন আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available