শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে বিএনপির (বহিষ্কৃত) দু' গ্রুপে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হয়। ঘটনাটি ঘটেছে ২৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় শ্রীপুরের বাণিজ্যিক এলাকা মাওনা চৌরাস্তায়।
প্রত্যক্ষদর্শী ও হকারদের সাথে কথা বলে জানা যায়, ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে মাওনা চৌরাস্তায় চাঁদাবাজির পরিবর্তন দেখা যায়। ফুটপাতে দোকান বসিয়ে চাঁদা আদায়ের জন্য চলে মহড়া।
এ ঘটনার জের ধরে ক্ষমতা প্রদর্শনে নামে বিএনপির বহিষ্কৃত শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি কাজল ফকির গ্রুপ। এতে বাধা প্রদান করে বহিষ্কৃত জেলা কৃষকদলের আহবায়ক আবুল কালাম ও হকার্স ফেডারেশনের লোকজন। শুক্রবার বিকেল থেকেই দেশীয় অস্ত্র নিয়ে ক্ষমতা প্রদর্শনের মহড়ায় নামেন তারা। শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হয়। কাজল ফকির গ্রুপের গুরুতর আহত সাইটেলিয়া গ্রামের হাসান আলীর পুত্র তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আতিক বন্দুকশী (৪০), কেওয়া পুর্বখন্ড গ্রামের আওয়াল বেপারীর পুত্র নজরুল ইসলাম বেপারী (৬০), মাওনা চৌরাস্তার ফজলুল হকের পুত্র ইমরান (২৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কাজল ফকির বলেন, ‘আমি মাওনা চৌরাস্তা বাজারের বৈধ ইজারাদার। আমি গত ১৫ দিন যাবত খাজনা উত্তোলন করতেছি। ২৪ এপ্রিল বৃহস্পতিবার আমার লোকজন খাজনা তুলে আসার সময় আদায়কৃত টাকা ছিনিয়ে নেয়। ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে থানায় অভিযোগ করি। আজকেও (শুক্রবার) খাজনা উঠাতে গেলে সাবেক হকার্সলীগের সভাপতি বর্তমানে হকার্স ফেডারেশনের আহবায়ক জাহিদের নেতৃত্বে বাধা প্রদান করে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের ১৫ জন আহত হয়।‘
এ বিষয়ে উপজেলা হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জুমাকির মিয়া জানান, ‘আমরা বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল করে চাঁদা না দেওয়ার শপথ করি। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে কাজল ফকিরের নেতৃত্বে দেশীয় অস্ত্র দা লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায়। এ ঘটনায় আমাদের জাহিদ আরমান, মামুন মোস্তফাসহ ১২ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় জাহিদ আরমানকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ বৈধ ইজারাদারকে খাজনা না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা হাইওয়ে রাস্তার ফুটপাতে ব্যবসা করি। এটা বাজার না। খাজনা দিবো কেন?’
এ বিষয়ে গাজীপুর জেলা কৃষকদলের সাবেক সভাপতি এস এম আবুল কালাম জানান, ‘মাওনা চৌরাস্তা ফুটপাত হকার্স মুক্ত করতে সড়ক ও জনপথ বিভাগে আমার আবেদনের প্রেক্ষিতে গত ১৬ ফেব্রুয়ারি নির্বাহী প্রকৌশলী মহাসড়কে ইজারা না দেওয়ার পত্র দেন। তারপরও ইজারা দেওয়ায় জটিলতা দেখা দিয়েছে। আমি মহাসড়ক ও ফুটপাত অবৈধ দখলদারদের বিপক্ষে।’
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল জানান, ‘ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available