জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ ১/২০২৫-২৬ মৌসুমের আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ শুরু হয়েছে।
২৫ এপ্রিল দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, সহকারী কর্মকর্তা তপন চন্দ্র শীলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ জানান, কর্মসূচির মাধ্যমে জনপ্রতি এক বিঘা জমির জন্য ৫ কেজি ধানবীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার এক হাজার কৃষক-কৃষাণীর মধ্যে বিতরণের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available