সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণের পর বন্ধুর বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক অপহরণকারী ও ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ এপ্রিল শনিবার ভোররাতে সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্তকে উপজেলার রসুলপুর গ্রাম থেকে গ্রেফতার করে।
গ্রেফতার সাইফুল উপজেলার ফেনারবাক ইউনিয়নের রসুলপুর গ্রামের আজিদ উল্লাহর ছেলে।
ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে পরিবারের সাথে থেকে মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছিলো ১৩ বছর বয়সি এক কিশোরী। ২৪ এপ্রিল জামালগঞ্জ থেকে গ্রামের বাড়ি যাবার পথে শাহপুর পয়েন্ট থেকে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় রসুলপুর গ্রামের সাইফুল ও তার সহযোগিরা।
অপহরণের পর উপজেলার কলকতখাঁ গ্রামে বন্ধু বদরুলের বাড়িতে আটকে রেখে জোরপুর্বক ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে সাইফুল। পরদিন ওই কিশোরীকে সাথে নিয়ে নিজ বাড়ি রসুলপুর ফিরলে শনিবার ভোররাতে জামালগঞ্জ থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত সাইফুলকে গ্রেফতার করে।
জামালগঞ্জ থানার মামলার তদন্তাকারি অফিসার এসআই সিদ্দিক আহম্মেদ বাবুল জানান, ভিকটিমের পরিবার শনিবার মামলা দায়ের করায় ওই মামলায় সাইফুলকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাসেবা ও পরীক্ষা নিরিক্ষার জন্য নেয়া হয়েছে বলে জানান এসআই বাবুল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available