নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা বিএনপির নেতৃত্বে পুরাতনদের উপর আস্থা রাখলেন কাউন্সিলরা। ২৬ এপ্রিল শনিবার রাতে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে নরসিংদী জেলার বিএনপির সভাপতি হিসেবে খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীকে নির্বাচিত করেন।
খায়রুল কবির খোকন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিবের পাশাপাশি নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও মঞ্জুর এলাহী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিএনপির নেতাকর্মীরা জানায়, শনিবার বিকেলে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলা ও পৌরসভার সুপার ফাইভ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিলরদের অংশগ্রহণে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল ফলাফলের ভিত্তিতে খায়রুল কবির খোকনকে সভাপতি এবং মঞ্জুর এলাহীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
বিশেষ এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাটি সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর সংযুক্ত সাত্তার পাটোয়ারী।
নবনির্বাচিত বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী বলেন, বিগত সময়কার আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তৃণমূলের নেতাকর্মীরা আমার উপর আস্থা রেখেছেন। এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর বিজয় উপহার দেওয়াই আমার প্রধান লক্ষ্য।
নবনির্বাচিত জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, তৃণমূলের নেতারা আমাদের কর্মের মর্যাদা দিয়েছেন। তারা ভোটের মাধ্যমে আমাকে সভাপতি নির্বাচিত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে সকলকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available