নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কাউন্সিল চলাকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৬ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার আজগরা হাজী আলতাব আলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে কাউন্সিল চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন, শিহাব, নুরু, আনোয়ার, মাইন উদ্দিন, হাবিবসহ আরো অনেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আজগরা ইউনিয়ন ১, ২, ৩ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল চলাকালে উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও আজগরা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল সালাম গ্রুপ ও উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক টি.আর হারুনের সমর্থকদের মাঝে হঠাৎ চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। পরে দু'গ্রুপের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অতন্ত ১০ জন আহত হয়। সংঘর্ষের এক ঘণ্টা পর আবার কাউন্সিল অধিবেশন শুরু হয়।
লাকসাম উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও আজগরা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল সালাম বলেন, আমাদের নেতাকর্মীদের মাঝে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি প্রোগ্রাম চলাকালে ছাত্রলীগ-যুবলীগের কিছু লোক হট্টগোল করলে আমাদের লোকেরা তাদের তাড়িয়ে দেয়।
লাকসাম উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক টি. আর হারুন বলেন, প্রোগ্রামের প্যান্ডেলের বাইরে ছাত্রদল, যুবদলের মাঝে ভুল বোঝাবুঝিবশত ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে তা সমাধান হয়ে যায়।
লাকসাম উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুর রহমান বাদল বলেন, সম্মেলনে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বাইরে কী হয়েছে আমার জানা নেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available