স্টাফ রিপোর্টার, সিলেট: আজ ২৭ এপ্রিল রোববার সন্ধ্যা থেকে গার্মেন্টস পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে ডানা মেলবে মাল্টাভিত্তিক গ্যালিস্টার ইনফিনিটি এভিয়েশনের ফ্লাইট।
৬০ টন পণ্য নিয়ে বিমানটি আকাশে উড়বে। আপাতত সপ্তাহে একটি করে ফ্লাইট যাত্রা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ফলে স্পেনে গার্মেন্টস পণ্য পাঠানোর মাধ্যমে ইউরোপের বাজারে রফতানির নতুন সম্ভাবনা তৈরি হবে।
সিলেট অঞ্চলে উৎপাদিত সীম, খাসিয়া পান, সাতকরাসহ অন্যান্য পণ্যের ব্যাপক চাহিদা যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে রয়েছে। সিলেটে একটি প্যাকেজিং হাউস নির্মাণ করা গেলে যুক্তরাজ্যসহ প্রবাসী অধ্যুষিত ইউরোপের দেশগুলোতে এ অঞ্চলে উৎপাদিত কৃষি পণ্যও রফতানি করা যাবে।
বর্তমানে সিলেট থেকে বহির্বিশ্বে পণ্য রফতানির লক্ষ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬ কোটি টাকা ব্যয়ে ১০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available