• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৭:৪২ (28-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৫ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৭:৪২ (28-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চুয়াডাঙ্গায় বলাৎকারের অভিযোগে মোয়াজ্জিনের যাবজ্জীবন কারাদণ্ড

২৮ এপ্রিল ২০২৫ সকাল ০৮:০১:১৪

চুয়াডাঙ্গায় বলাৎকারের অভিযোগে মোয়াজ্জিনের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহে ৩য় শ্রেনীতে পড়ুয়া ছাত্রকে বলাৎকারের দায়ে স্থানীয় মসজিদের মোয়াজ্জিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।

২৭ এপ্রিল রোববার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল ইসলাম (২৭) জীবননগর ‍উপজেলার হাসাদাহ'র সেলিম উদ্দীনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত নাজমুল এলাকার একটি মসজিদের মোয়াজ্জিন। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক আরবী শিক্ষা কার্যক্রমের শিক্ষক ছিলেন। আর ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি মসজিদটিতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত আরবী শিক্ষার ছাত্র।

২০২৩ সালের ১৫ মে মসজিদের মধ্যে ওই শিশুকে বলাৎকার করেন মোয়াজ্জিন নাজমুল ইসলাম। শিশুটির তার পরিবার কে জানালে তাদের পক্ষ থেকে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়।

ওই বছরের ৩০ ‍জুন নাজমুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানা পুলিশের পরিদর্শক (এসআই) শাহ আলী মিয়া। নাজমুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।

চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড.এম এম শাহজাহান মুকুল জানান, দণ্ডপ্রাপ্ত মোয়াজ্জিন নাজমুল মসজিদের মধ্যে শিশুটিকে বলাৎকার করে। ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৫ দোকান
২৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:৪৭

রাঙামাটিতে যৌথ অভিযানে অস্ত্রসহ একজন আটক
২৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:২৭:১৭

আজ থেকে হজ ফ্লাইট শুরু
২৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮:২৫