সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের সন্তান মারুফ হোসেন প্যারাগ্লাইডার বানিয়ে আকাশে উড়েছেন। কয়েকদিন ধরে বিভিন্ন টেলিভিশন, পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম তার সাফল্য নিয়ে বিভিন্ন সংবাদ প্রচারও হয়েছে।
এই বিষয়টি নজরে আসে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার। পরে তিনি মারুফকে সদরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।
২৭ এপ্রিল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউএনওর কার্যালয়ে উপজেলার গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
আয়োজিত সংবর্ধনা শেষে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, মারুফের প্রতিভাকে আমাদের কাজে লাগাতে হবে। গ্রামীণ দরিদ্র পরিবারের সন্তান হয়েও মারুফ তার প্রবল ইচ্ছা শক্তি ও মনোবল দিয়ে নতুন কিছু সৃষ্টি করে দেখিয়েছে। মারুফের এ সৃষ্টিশীল ও বিজ্ঞানমনস্কতা কাজে লাগাতে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে।
তিনি আরও বলেন, দারিদ্র্যের কারণে মারুফের পড়ালেখা থেমে গেলেও তাকে আবার পড়াশুনায় মনোনিবেশ করতে হবে এবং এ ব্যাপারেও উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, সাংবাদিক শিমুল তালুকদার, সাব্বির হাসান, তানভীর তুহিন, কবির হোসেন, শেখ সোবাহান, প্রভাত কুমার সাহা, রোকনুজ্জামান, আলমগীর হোসেন, মামুনুর রশীদ, রানা অর্নব, মোশাররফ হোসেন, শিশির খান, রাকিবুল ইসলাম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available