ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: প্রায় ২ ঘন্টা ইউনিয়ন পরিষদে অবরুদ্ধের পর পতিত আওয়ামী সরকারের ৩ ইউপি সদস্যকে থানা পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনতা।
২৭ এপ্রিল রোববার দুপুর ২ ঘটিকায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গ্রেফতার ইউপি সদস্যরা হলেন, দাশুড়িয়া ইউনিয়নের ২-নং ওয়ার্ড সদস্য এবং নওদাপাড়া এলাকার মৃত আব্দুল মজিদ এর ছেলে ফিরোজ হোসেন বাকী (৬২), ৫-নং ওয়ার্ড সদস্য এবং মাড়মী দক্ষিন পাড়া এলাকার চাঁদ আলি মাঝির ছেলে রফিকুল ইসলাম (৪৭) এবং ৬-নং ওয়ার্ড সদস্য খালিশপুর পশ্চিম পাড়া এলাকার নবাব আলী খান এর ছেলে আলাউদ্দি (৫৬)।
ঘটনা সূত্রে জানা যায়, গত বছরের ৫ই আগস্টের পর শেখ হাসিনা সরকার পলায়নের পর থেকেই এই ৩ মেম্বার ইউনিয়ন পরিষদে আসতেন না। এরপর তাদের দাপ্তরিক কাজে সমস্যা হওয়ার কারণে তারা রোববার দুপুর ১২ ঘটিকার দিকে দাশুড়িয়া বাজার এলাকায় অবস্থিত তাদের ইউনিয়ন পরিষদে একসঙ্গে হাজির হন। এ সময় তাদের উপস্থিতি সাধারণ জনগনের নজরে আসলে তারা পরিষদে একত্রিত হতে থাকেন। এক পর্যায়ে তাদের পরিষদের মধ্যে অবরুদ্ধ করে রাখেন। অবরুদ্ধের প্রায় ২ ঘন্টা পর ঈশ্বরদী থানা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরদী থানার এসআই শফিক জানান, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদে ৩জন ইউপি সদস্যকে অবরুদ্ধ করে রেখেছেন সাধারণ জনতা, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং ৩ জনকে উদ্ধার করেছি। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available