নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবল ঝড়ে গাছচাপায় আলী আহমদ নামে এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৩ মে মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌর এলাকার কোনাঘাট মোড়ে ঝড়ে জাম গাছ উপড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আহমদের বাড়ি উপজেলার বড়িকান্দির ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে আলী আকবরের ছেলে।
জানা গেছে, সিএনজি চালক আলী আহমদ মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে উপজেলার থোল্লাকান্দি থেকে নবীনগর আসছিলেন। পথিমধ্যে ঝড়ে শুরু হলে তিনি কোনঘাট মোড়ে জাম গাছের নিচে আশ্রয় নেন। প্রবল ঝড়ে জাম গাছটি উপড়ে সিএনজি উপড়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, প্রবল ঝড়ে আলী আহমদ নামের একজন মারা গেছেন।
অপরদিকে, নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের দোলাবাড়ি মোড়ে দু’টি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুত্বর আহত হয়েছে। পরে তাদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন- উপজেলার বগডহর গ্রামের সৈয়দ রাজিব (৩৮), জাহানার বেগম (৫৫), শাহেরা বেগম (৭০) ও ফাতেমা বেগম ৩৫।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: রাসমিত করিম জানান, আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। বাকি ৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available