ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী গাড়ি ভেবে টহলরত পুলিশের গাড়ির গতিরোধ করে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
২৮ এপ্রিল সোমবার ঘোড়াঘাট থানা পুলিশের উপ-উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে পলাতক ৩ জনসহ ৫ জনের নাম উল্লেখসহ আরও ৭-৮ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- জয়পুরহাট জেলার কালাই উপজেলার বিয়ালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এমদাদুল হক (৪৯) ও একই এলাকার চকলমা নিমেরপাড়া গ্রামের মৃত সৈয়দ আলী বাচ্চা’র ছেলে আজিজার রহমান (৩৮)।
পুলিশ জানায়, গত রোববার দিবাগত ভোররাত পৌনে ৪টার দিকে পুলিশের একটি টহলরত গাড়ি উপজেলার ডুগডুগিহাট থেকে ওসমানপুর বাজার এলাকায় আসার সময় ধলিহার খাঁ-পুকুর মাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজে পৌঁছালে সঙ্গবদ্ধ ডাকাত দল যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের গাড়ির গতিরোধ করে। এসময় দেশীয় অস্ত্রশস্ত্রের সজ্জিত হয়ে গাড়ির সামনে আসতেই আটকানো গাড়িটি পুলিশের গাড়ি হওয়ায় ডাকাত দলের সদস্যরা পালানোর জন্য ছোটাছুটি শুরু করে। ডাকাতরা পালানোর চেষ্টাকালে পুলিশ সদস্যরা দুই জন ডাকাতকে আটক করে। অপরদিকে আরও ১০-১২ জন ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় তাদের সাথে থাকা ধারালো হাসুয়া, দা, মোটা লাঠি এবং রাস্তা ব্যারিকেড দেয়ার জন্য মোটা রশি উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ডাকাত সদস্যরা স্বীকার করে যে, ঘোড়াঘাট টু হাকিমপুরগামী চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্য সংঘবদ্ধ হয়ে তারা প্রস্তুতি গ্রহণ করছিল।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আমরা পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের ধরতে টিম গঠন করেছি। আটক ডাকাত সদস্যদের বিরুদ্ধে জয়পুরহাট সহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available