• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৭:৪৬ (28-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৫ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৭:৪৬ (28-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

৯ মাস আগে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চেয়ে বামনায় মানববন্ধন

২৮ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৪৯:২০

৯ মাস আগে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চেয়ে বামনায় মানববন্ধন

বামনা (বরগুনা) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার নিখোঁজ শিক্ষার্থী মো. বেলাল হোসাইনের সন্ধান চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও তার স্বজনরা।

২৮ এপ্রিল সোমবার বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের সামনে তাঁরা এ মানববন্ধন করেন। মো. বেলাল হোসাইনের গ্রামের বাড়ি বামনা উপজেলার গুদিঘাটা গ্রামে।

মো. বেলাল হোসাইন চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল আরবী বিশ্ববিদ্যালয়, হাটহাজারীর ছাত্র ছিলো। গত ৯ মাস আগে  বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বেল্লালকে অপহরণ করা হলেও প্রশাসন এখনো তার সন্ধান দিতে পারেনি। প্রশাসনিক গাফিলতির প্রতিবাদ এবং বেল্লালকে সুস্থ ও জীবিত ফেরত পাওয়ার দাবিতে আজ বামনা উপজেলার ডৌয়াতলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে মো. বেল্লাল হোসেনের বাবা আমির হোসেন খন্দকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে কোনো অপরাধ করেনি। অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের ছেলে ছিল। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, কারও সাথে কোনো ঝামেলায় জড়াতো না। আজ নয় মাস হয়ে গেল, তার কোনো খোঁজ নেই। আমি প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার সন্তানের সুস্থ, স্বাভাবিক এবং জীবিত ফেরতের দাবি জানাই।”

বেল্লালের ভাই সুমন খন্দকার মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমার ভাই অত্যন্ত শান্ত স্বভাবের ছিল। সে চট্টগ্রাম হাটহাজারী বিশ্ববিদ্যালয়ে সুনামের সাথে পড়াশোনা করছিল। কিন্তু একটি কুচক্রী মহল তাকে অপহরণ করেছে। আমরা এখনো জানি না সে কোথায় আছে, কেমন আছে।” তিনি প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

মানববন্ধনে বক্তৃতায় হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম বলেন, “আমি ব্যক্তিগতভাবে বেল্লালকে চিনি। সে অত্যন্ত ভদ্র স্বভাবের ছিল। তার নিখোঁজ হওয়া আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং রহস্যজনক। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে বেল্লালকে ফেরত নিয়ে আসুক।”

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বেল্লাল হোসেনের নিখোঁজ হওয়ার ঘটনায় মাদ্রাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে মূল রহস্য বেরিয়ে আসবে বলে তারা বিশ্বাস করেন।

জানা গেছে, বেল্লালের বাবা আমির হোসেন খন্দকার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় রেজাউল ইসলাম সিফাতউল্লাহ, তরিকুল ইসলাম, কারি মোহাম্মদ কাসেমসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

বেল্লালের পরিবার প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

মানববন্ধনে এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার, স্থানীয় জনপ্রতিনিধিসহ আরো অনেকে এবং হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা হাতের প্ল্যাকার্ডে বেল্লালকে জীবিত ফেরানোর দাবি জানান এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৫ দোকান
২৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:৪৭

রাঙামাটিতে যৌথ অভিযানে অস্ত্রসহ একজন আটক
২৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:২৭:১৭

আজ থেকে হজ ফ্লাইট শুরু
২৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮:২৫