নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ফতুল্লার ডিএনডি অভ্যন্তরীণ ইসদাইরর এলাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২৮ সোমবার দুপুরে ফতুল্লার ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘের নেতাকর্মীরা জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে ওই স্মারকলিপি প্রদান করেন।
সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসককে জানান, ফতুল্লা ইসদাইর এলাকাটি ডিএনডির অভ্যন্তরীণ এলাকা। এখানপ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে এলাকার পাটোয়ারী বাড়ি থেকে মিছির আলি মেম্বার বাড়ি হয়ে রেল লাইন পর্যন্ত প্রায় ২৩০ মিটার এলাকায় ড্রেনেজ সমস্যা প্রকট।
এ সমস্যা সমাধানে উল্লিখিত স্থানে নতুন ড্রেন নির্মাণের জরুরি। একই সাথে যানজট সমস্যা নিয়েও আলোচনা করা হয়। যানজট নিরসনে নারায়ণগঞ্জ কমলাপুর রেললাইনের ফতুল্লার ইসদাইর বাজার অস্থায়ী রেল ক্রসিং এ ৩ জন ট্র্যাফিক পুলিশ নিয়োগের জন্য অনুরোধ জানানো হয়।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, পুরো বিষয়টি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রিয়াজুর ইসলাম সুমন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মো. আউয়াল, মো. মানিক হোসেন পুক্কু, ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি মো. মেহেরাব হোসেন অপু, সাধারণ সম্পাদক মো. আল আমিন, সহ-সভাপতি আবু তালেব পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান জানি, প্রচার সম্পাদক আকাশ, নিলয়, জাকির, হিরা, ফরিদসহ প্রমুখ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available