নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে লিগ্যাল এইড কমিটির তত্ত্বাবধানে ৪ হাজার ১২৮ জন দরিদ্র পরিবারের মামলা পরিচালনা করছে। এরমধ্যে ১৩০৩ টি মামলার নিষ্পত্তি হয়েছে। বর্তমানে বিচারাধীন রয়েছে ২ হাজার ৮২৫টি মামলা। মামলার মধ্যে ফৌজদারি ২৬২৮ টি, দেওয়ানী ৬০০টি, পারিবারিক ৮৯৯টি এবং অন্যান্য মামলা ১টি।
আইনি সহায়তা গ্রহণকারীদের মধ্যে ২ হাজার ৩৪৬ জন নারী এবং ১ হাজার ৭৮২ জন পুরুষ রয়েছেন।
অন্যদিকে নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে রয়েছে, ফৌজদারি ৮১৮টি, দেওয়ানী ১৬৯টি এবং পারিবারিক ৩১৬ টি। বিচারাধীন মামলার মধ্যে রয়েছে ফৌজদারি ১ হাজার ৮১০টি, দেওয়ানী ৪৩১টি, পারিবারিক ৫৮৩টি এবং অন্যান্য ১টি।
২৮ এপ্রিল সোমবার সকালে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার সভাপতি জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান আবু মনসুর মিঞা উল্লেখিত বিষয়টি তুলে ধরে বলেন, দরিদ্র মানুষদের আইনি সহায়তার জন্য সরকার একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
আদালতে মামলা করা থেকে শুর“ করে মামলা পরিচালনাসহ যাবতীয় কাজে অসমর্থন ব্যক্তিরা লিগ্যাল এইড কমিটির সহায়তা নিয়ে সেটা করতে পারছেন। সরকারী এই উদ্যোগের ফলে সুফল পাচ্ছেন অসহায় পরিবারের মানুষজন। তিনি উলে-খ করে বলেন, আইনগত সহায়তা প্রদানে জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীরা এ কাজে সহায়তা করছে।
এবারের প্রতিপাদ্য হলো"দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই"। এই শে-াগানকে সামনে রেখে দিবসটি পালনে জজ আদালত চত্বর থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত চত্বরে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মনিরুজ্জামান সরকার। আলোচনা সভায় আইনি সহায়তা পেয়ে মামলা নিস্পক্তির অনুভূতি তুলে ধরে বক্তব্য রাখেন মার্জিনা বেগম ও রুবিয়াজ ইসলাম। সেরা প্যানেল আইনজীবী হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নায়ির“জ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা জজ) এবিএম গোলাম রসুল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মহসীন, জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী।
অনুষ্ঠানে জানানো হয় আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২০১৩ সালের ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে সরকারী খরচে জাতীয় আইনগত সহায়তা সংস্থা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি ১৬৪৩০) মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে বলে উলে-খ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available