নীলফামারী প্রতিনিধি: কাল বৈশাখি ঝড়ে নীলফামারী সদর ও ডিমলা উপজেলায় ঘরবাড়ি ও উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
২৮ এপ্রিল সোমবার ভোর রাতে আকস্মিক কাল বৈশাখি ঝড়ে ডিমলা উপজেলার সদর ও নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক কাচা ঘরবাড়ি ও বোরো, ভূট্টা, পাটসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
এদিকে ঝড়ে নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের হাজিপাড়া গ্রামের সুজা সরকারের বাড়িতে একটি বিশাল জাম গাছ ভেঙ্গে পড়ে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সুজা সরকারের অন্তঃসত্তা স্ত্রী ও ৬ বছরের এক শিশু কন্যা, সৈয়দপুর, কিশোরগঞ্জ, জলঢাকাসহ পুরো জেলায় কাল বৈশাখে ঝরে ফসলের ক্ষেত ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available