• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:১৬:৫২ (29-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:১৬:৫২ (29-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রণোদনার বীজ না নেওয়ার পরামর্শ কৃষি কর্মকর্তার

২৯ এপ্রিল ২০২৫ সকাল ০৯:১৯:০৬

প্রণোদনার বীজ না নেওয়ার পরামর্শ কৃষি কর্মকর্তার

মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) থেকে দেওয়া সরকারি প্রণোদনার বীজ না নিয়ে মাসুদ সীড কোম্পানির বীজ কেনার নির্দেশনা দিলেন মেহেরপুরের গাংনী উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা।

২৮ এপ্রিল সোমবার বিকেলের দিকে উপজেলা সাহারবাটি গ্রামের নীলের মাঠে মাসুদ সিড নামক একটি কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

এ সময় গাংনী উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা তার বক্তব্যে বলেন, কোন সিড আমরা (কৃষি অফিস) দিই না। আমাদের একটা কন্টাক্ট থাকে সরকারিভাবে, যে সিডটা বিএডিসি থেকে আপনাকে দেওয়া লাগবে এবং বিএডিসি থেকে আপনি ওই সিড কিনতে বাধ্য।

আমরা আপনাদেরকে সবসময়ই বলি যার এক কেজি বীজ কেনার ক্ষমতা আছে সে কখনই প্রণোদনার বীজ নিবেন না। প্রণোদনার বীজ নিলে সর্বোচ্চ আপনি এক হাজার টাকা লাভ করতে পারবেন কিন্তু আল্টিমেটলি আপনার যে ফলনটি হতো, বিএডিসির বীজে সে ফলনটি হবে না। এজন্য আপনাকে পছন্দ করা লাগবে প্রথমে একটি ভাল কোম্পানি।

রাসেল রানা আরও বলেন, আমি এখানে এসে প্রথম শুনলাম যে মাসুদ সিড নামে একটি সিড আছে এবং আমার মনে হয় যে এই কোম্পানিটির সিড অন্যান্য কোম্পানির চেয়ে কোন অংশে পারফরম্যান্সে খারাপ না।

এ বিষয়টি নিয়ে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, বিএডিসির বীজকে খারাপ বলার আমাদের কোন সুযোগ নেই। তিনি কেন এমন বক্তব্য দিয়েছে তা আমি তার সাথে কথা বলে তারপর জানাতে পারবো।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, আমি তাকে খুবই ভালো এবং কৃষকবান্ধব অফিসার হিসেবে জানি। তিনি কোন প্রেক্ষাপট এমন বক্তব্য দিয়েছে আমার জানা নেই। তার সাথে কথা বললেই ভাল হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লাকসামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
২৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:০৫:৪৮




কালিয়ায় হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার
২৯ এপ্রিল ২০২৫ দুপুর ০২:০৫:৪১





১৪ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক
২৯ এপ্রিল ২০২৫ দুপুর ০১:০৫:৫৫